নয়াদিল্লি: ডলারের সাপেক্ষে টাকার দামের রেকর্ড পতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ রাহুল গাঁধীর। মঙ্গলবার ভারতীয় মুদ্রার দামে ঐতিহাসিক হ্রাস ঘটে। বাজারে আর্থিক লেনদেন সূচনার সময় ডলার পিছু ভারতীয় টাকার দাম নেমে হয় ৭০.১০ টাকা, যা সর্বকালের সবচেয়ে কম। গতকাল তুরস্কের আর্থিক বিপর্যের ধাক্কা লাগে আন্তর্জাতিক বাজারে। তুরস্কের মুদ্রা লিরার দাম ঝট করে অনেকটা পড়ে যায়। পরদিনই ভারতের টাকার দামে এই বড়সড় আঘাত।



এই প্রেক্ষিতে ট্যুইটে নরেন্দ্র মোদীর একটি পুরানো ভিডিও ট্যাগ করেছেন কংগ্রেস সভাপতি। ভিডিওতে দেখা যাচ্ছে, গুজরাতের মুখ্যমন্ত্রী তথা ২০১৪-র সাধারণ নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত মোদী টাকার দামের হ্রাস নিয়ে কেন্দ্রের তত্কালীন ইউপিএ সরকারকে নিশানা করছেন। রাহুল লিখেছেন, ভারতীয় টাকার ঐতিহাসিক পতন সর্বোচ্চ নেতাকে অনাস্থা ভোট দিল। এই ভিডিওতে মহান নেতার অর্থনীতির ওপর মাস্টার ক্লাস শুনুন, মুদ্রার পতনের কারণ ব্যাখ্যা করেছেন উনি।
বিরোধীরা টাকার দামের পতন নিয়ে সরকারকে নিশানা করলেও কেন্দ্রীয় আর্থিক বিষয় সংক্রান্ত সচিব সুভাষ চন্দ্র গর্গের মত, এর পিছনে রয়েছে ‘বাইরের নানা ফ্যাক্টর’। যতক্ষণ অন্য মুদ্রাগুলির সঙ্গেই টাকার দাম পড়ছে, ভয়ের কিছু নেই বলে তিনি আশ্বাস দিয়েছেন।