অমরাবতী: ঘূর্ণিঝড় ফণী চলে যাওয়ার পর তীব্র গরমে পুড়ছে সমগ্র মধ্যপ্রদেশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।পশ্চিম গোদাবরী জেলায় তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি-৪৫.৮৯ ডিগ্রি। এরপরেই রয়েছে চিন্তালাপুড়ি (৪৫.৭৭) এবং কোভভুরু (৪৫.৬৩)।


রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে যে, গুন্টুর জেলার মঙ্গলাগিরিতে পারদ পৌঁছে যায় ৪৫.৬৪ ডিগ্রিতে।

রাজ্যের ২১ টি জায়গায় তাপমাত্রা পৌঁছয় ৪৫ থেকে ৪৫.৭৭ ডিগ্রির মধ্যে। ৫৭ টি জায়গায় পারদ পৌঁছে যায় ৪৪-৪৫ ডিগ্রির মধ্যে। আরও ১০০ টি জায়গায় পারদ ঘোরাফেরা করেছে ৪৩-৪৪ ডিগ্রির মধ্যে।৫৭৩ টি স্থানে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে।

এসডিএমএ সূত্রের খবর, এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।