মুম্বই: কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো। কারও অ্যাকাউন্টে এক হাজার। কেউ কেউ আবার জানতে পারলেন, তাঁদের ব্যাঙ্কের খাতায় জমা পড়েছে আড়াই হাজার টাকা। আজ সকাল থেকে এমনই অভিজ্ঞতা হল মহারাষ্ট্রের বিড়ের বাসিন্দাদের। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
ঠিক কী হয়েছিল? সকাল থেকে মহারাষ্ট্রের বিড়ের বাসিন্দাদের মোবাইল ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার মেসেজ ঢুকতে থাকে। কেউ পেলেন পাঁচশো, কারও অ্যাকাউন্টে আবার এক, দুই বা আড়াই হাজার টাকা জমা পড়ে। তৈরি হল চরম বিভ্রান্তি। বাসিন্দাদের কেউ বুঝেই উঠতে পারলেন না, কীসের জন্য তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।
বাসিন্দাদের মধ্যে অনেকেই শুরুতে অনুমান করেছিলেন যে, কৃষকদের জন্য কোনও সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন তাঁরা। কারণ প্রাথমিক ভাবে দেখা গিয়েছিল, যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, তাঁদের সকলেই কৃষিকাজের সঙ্গে যুক্ত।
পরে অবশ্য আবিষ্কৃত হয় যে, জমি নেই বা চাষবাসের সঙ্গে যুক্ত নন, এমন অনেকেও টাকা পেয়েছেন। যে কারণে ধোঁয়াশা আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এমনও বলাবলি করছেন যে, নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিজেপিই সকলের অ্যাকাউন্টে টাকা জমা করেছে। যদিও সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর তরফ থেকে এখনও কিছু জানা যায়নি।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই জমা পড়ল টাকা, মহারাষ্ট্রের বিড়ে বিভ্রান্তি চরমে
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2019 04:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -