আমদাবাদ: নিজের দুই সন্তানের সঙ্গেই মাতৃস্নেহে এক চিতাবাঘ শাবকেরও দেখাশোনা করছে একটি সিংহী। সে ওই চিতাবাঘ শাবকটিকে শুধু খাওয়াচ্ছেই না, কোনও সিংহ যাতে ছানাটির ক্ষতি না করতে পারে, সেদিকেও তার কড়া নজর রয়েছে। এই অভিনব ঘটনা দেখা গিয়েছে গুজরাতের গির অরণ্যে।
গির পশ্চিম বিভাগের উপ বনপাল ধীরাজ মিত্তল জানিয়েছেন, ‘সিংহরা সাধারণত চিতাবাঘ দেখলেই মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা দেখা গিয়েছে। সিহংহীটি চিতাবাঘ শাবকটির অতিরিক্ত যত্ন নিচ্ছে। সে সিংহদের কাছ থেকে চিতাবাঘ শাবকটিকে আড়াল করছে। এটা বিরল ঘটনা। চিতাবাঘ শাবকটি সিংহীর ডাক ও ইঙ্গিত বুঝতে পারছে দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছি।’
মিত্তল আরও জানিয়েছেন, ‘চিতাবাঘ শাবকটিকে হয়তো তার মা ছেড়ে চলে গিয়েছে। দুর্ঘটনাবশতও ছানাটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে। সিংহীর কাছে হয়তো ভয়ে ঘেঁষতে পারছে না চিতাবাঘ শাবকটির মা।’
জুনাগড় বিভাগের মুখ্য বনপাল ডি টি বাসবড়া জানিয়েছেন, ‘চিতাবাঘ শাবকটিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের। আমরা প্রকৃতির বিষয়ে হস্তক্ষেপ করব না। তবে সিংহীটির উপর আমরা নজর রাখছি।’
গির অরণ্যে মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া চিতাবাঘ শাবকের দেখভালের দায়িত্ব নিয়েছে সিংহী
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2019 03:14 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -