বারনালা: বিয়ে করতে যাওয়ার পথে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিলেন এক যুবক। তিনি গাড়ি থেকে নেমে ধর্নায় বসে পড়েন। কৃষি আইনের বিরুদ্ধে স্লোগানও দেন তিনি। আন্দোলনরত কৃষকদের সঙ্গে বসে একসঙ্গে চা খান বরযাত্রীরা। তাঁরা আন্দোলনকারীদের ১১ হাজার টাকা দিয়ে সাহায্যও করেন। এই অভিনব ঘটনা দেখা গিয়েছে পঞ্জাবের বারনালায়।
এই যুবকের নাম জগদীপ সিংহ (৩০)। তাঁর বাবা প্রাক্তন সেনাকর্মী। তাঁদের পরিবারের চাষবাসও রয়েছে। বারনালার ঠিকরিওয়াল গ্রামে তাঁদের পাঁচ একর জমি আছে। সেই কারণেই কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে তাঁদের।
জগদীপ জানিয়েছেন, ‘আমি কৃষক পরিবারের ছেলে। তাই এই আন্দোলনের গুরুত্ব বুঝতে পারছি। সেই কারণেই বিয়ে করতে যাওয়ার পথে ধর্নায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার স্ত্রী কমলপ্রীত কউরও এ বিষয়ে একমত।’
পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের জুনিয়র ইঞ্জিনিয়ার জগদীপ। তিনি বিয়ে করতে যাচ্ছিলেন শেহজাদ গ্রামে। সেখানে যাওয়ার পথেই মেহাল কালান টোল প্লাজায় থেমে যায় তাঁদের গাড়ি। প্রতিটি গাড়িতে ছিল ভারতীয় কিষাণ ইউনিয়নের পতাকা। জগদীপ ও তাঁর সঙ্গীরা গাড়ি থেকে নেমে ধর্নায় বসে পড়েন। তাঁরা আধঘণ্টা সেখানে ছিলেন। কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পরেই বিয়ে করতে যান জগদীপ।
গত ১ অক্টোবর থেকে নয়া কৃষি আইনের প্রতিবাদে মেহাল কালান টোল প্লাজায় অবস্থান বিক্ষোভ চলছে। এই আন্দোলনের ১০১-তম দিনে ধর্নায় যোগ দেন জগদীপরা। এ বিষয়ে ইনকিলাবি মঞ্চের সদস্য নারায়ণ দত্ত বলেছেন, ‘এই পরিবার দীর্ঘদিন ধরেই কৃষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত। কৃষকদের আন্দোলনের প্রতি জগদীপের যে মনোভাব, তাতে আমরা গর্বিত। তিনি জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে যাওয়ার পথে ধর্নায় বসা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।’
পঞ্জাবের পাশাপাশি হরিয়ানাতেও নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের একটি গ্রামে যাওয়ার আগে কারনালে একটি টোল প্লাজায় আন্দোলনরত কৃষকদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। স্থানীয় সূত্রে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কৃষকরা নতুন কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে হাতে কালো পতাকা নিয়ে যখন কেমলা গ্রামে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তখনব তাঁদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, জল কামানও ব্যবহার করে। অনেক কৃষকই পাশের মাঠে গিয়ে লুকিয়ে পড়েন।
Baraat Support Farmers Protest: বিয়ে করতে যাওয়ার পথে কৃষকদের সঙ্গে ধর্নায় পঞ্জাবের যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 03:46 PM (IST)
Protest against Farm Law in Punjab: একসঙ্গে চা খাওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের অর্থসাহায্যও করলেন বরযাত্রীরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -