নয়াদিল্লি: অনেক মহিলারই শাড়ি সামলাতে বেশ অস্বস্তি হয়। আর সেই শাড়ি পড়েই হেলায় এক জিমন্যাস্টের কসরৎ নজর কাড়ল ইন্টারনেটের। ওই জিমন্যাস্ট কিন্তু সাধারণ কেউ নন। তিনি পারুল অরোরা। জাতীয় পর্যায়ে সোনার পদকজয়ী জিমন্যাস্ট তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন পারুল। আর তা দেখে তাজ্জব নেটিজেনরা। স্লিভলেস ব্লাউজ ও শাড়ি পরে পারুলকে ব্যাকফ্লিপ ও ফ্রন্টফ্লিপ করতে দেখা গিয়েছে। শাড়ি পরেই পরের পর ফ্লিপ করেছেন তিনি। আর এই কঠিন কসরতের পর হাসিমুখে ম্যাটে দেখা গিয়েছে তাঁকে।



গত বছরের ডিসেম্বরে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পারুল লিখেছেন, শাড়ি পরে বিপজ্জনক স্টান্ট।
একটি ক্লিপে পারুলকে ব্যাকফ্লিপ দেওয়ার সময় বলতে শোনা যায়, শাড়ি পরে আরও একবার। এই ক্লিপ তিনি কয়েকদিন আগে পোস্ট করেছেন।


বলাই বাহুল্য পারুলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পারুলের।
এক ইউজার বলেছেন, দুর্দান্ত। আর একজন বলেছেন, অসাধারন। এমনি ধরনের মন্তব্যে পারুলের এই কসরতের প্রশংসা করেছেন নেটিজেনরা।
ইনস্টাগ্রামে পারুল অরোরার ফলোয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি।