মুম্বই: ৪ সেপ্টেম্বর ভিডিয়ো গেম 'ফৌ-জি'র কথা ঘোষণা করেন অভিনেতা অক্ষয় কুমার। তারপরে গুজব ছড়িয়ে পড়ে এই গেমের কনসেপ্ট তৈরি করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। এদিন বিবৃতি দিয়ে ভিডিয়ো গেম প্রস্ততকারী সংস্থা জানিয়ে দিল এই ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। সুশান্ত সিংহ রাজপুত কোনও ভাবে এর সঙ্গে জ়ড়িয়ে ছিলেন না।
ভিডিয়ো গেম প্রস্তুতকারী সংস্থা এন কোরের সহ-প্রতিষ্ঠাতা বিশাল গোন্ডাল বলেছেন, এমন একটি কথা/ গুজব নানান জায়গায় ছড়িয়ে পড়েছে যে, এই গেমটির কনসেপ্ট(ধারণা) ছিল সুশান্ত সিংহ রাজপুতের। এটা একেবারেই ভিত্তিহীন, ভুয়ো।
২০১৯ সালে গড়ে ওঠে ভিডিয়ো গেম প্রস্তুতকারী সংস্থা এন কোর। তবে যাঁরা এই কোম্পানি প্রতিষ্ঠা করেন তাঁরা বহু বছর ভিডিয়ো গেম তৈরি করার সঙ্গে জড়িয়ে।
ভিডিয়ো গেম 'ফৌ-জি' তৈরিতে ভূমিকা নেই সুশান্তর, বিবৃতি গেম প্রস্তুতকারী সংস্থার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2020 08:17 PM (IST)
৪ সেপ্টেম্বর ভিডিয়ো গেম 'ফৌ-জি'র কথা ঘোষণা করেন অভিনেতা অক্ষয় কুমার। তারপরে গুজব ছড়িয়ে পড়ে এই গেমের কনসেপ্ট তৈরি করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -