নয়াদিল্লি: বহুজাতিক সংস্থাগুলির বিরুদ্ধে ১৫,৮২০ জনের কোমরের হাড় প্রতিস্থাপনের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ সরবরাহের অভিযোগ নিয়ে কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বলেছে, কেন্দ্রকে এ বিষয়ে জবাব দিতে হবে।


অরুণ কুমার গোয়েঙ্কা নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর কোমরের হাড় প্রতিস্থাপনের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী সলমন খুরশিদের আর্জি, কেন্দ্রীয় সরকারকে দেশজুড়ে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের বিষয়ে প্রচার চালাতে হবে। যে আধিকারিকরা কোনও পরীক্ষা ছাড়াই বহুজাতিক সংস্থাগুলিকে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ সরবরাহের অনুমতি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়া এই ধরনের অপরাধ রোখার জন্য কেন্দ্রকে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জিও জানানো হয়েছে।