পঞ্জাবে দু বছরের বাচ্চার সামনে মাকে ধর্ষণ, প্রতিবাদ করায় বেধড়ক মার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2018 01:42 PM (IST)
লুধিয়ানা: পঞ্জাবে এক দু বছরের শিশুর সামনে তাঁর মাকে ধর্ষণ। মহিলা প্রতিবাদ করায়, তাঁকে ধরে বেধড়ক মার হামলাকারীদের। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটে যখন মহিলার স্বামী বাইরে গিয়েছিলেন। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। মহিলার বাড়িতে ঢুকেই তাঁকে ধর্ষণ করা হয়। নির্যাতিতা চিতকার করায় আশেপাশের লোক ছুটে আসে। তখনই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত যুবক। ঘটনাটি বুধবার ঘটে। বৃহস্পতিবার থানায় এফআইআর দায়ের হয়। মহিলা তাঁর বয়ানে জানিয়েছেন, অভিযুক্ত যুবক তাঁর থেকে বয়সে অনেক ছোট। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে না পারলেও, নির্যাতিতা জানিয়েছেন, তিনি অভিযুক্তকে দেখলেই চিনে ফেলবেন।