পটনা: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর খবর পেয়ে তাঁর নিজেকে ‘অনাথ’ বলে মনে হয়েছিল বলে জানালেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। জানান, প্রয়াত বাজপেয়ীর কাছেই তিনি ভাল রাজনীতির কৌশল শিখেছিলেন।
বাজপেয়ীকে ‘পিতৃতুল্য’ হিসেবে উল্লেখ করে পটনাসাহিবের বিজেপি সাংসদ বলেন, একজন সত্যিকারের পিতৃতুল্য ব্যক্তি চলে গেলেন। নিজেকে অনাথ বলে মনে হচ্ছে। আমরা আপনাকে চিরকাল মনে রাখব জীবনের সঠিক চলার রাস্তায় আপনার পথপ্রদর্শনের অভাব বোধ করব। বাজপেয়ীজির পরিবার ও প্রিয়জনদের আমার সমবেদনা ও প্রার্থনা।
প্রসঙ্গত, ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শত্রুঘ্ন। ১৯৯৯ সালে ঐতিহাসিক লাহোর বাস যাত্রায় বাজপেয়ীর সফরসঙ্গী হয়েছিলেন শত্রুঘ্ন। বললেন, অটলজি একজন সত্যিকারের যুগপুরুষ ছিলেন। তাঁর চলে যাওয়া কেবলমাত্র বিজেপি নয়, গোটা রাজনৈতিক ক্ষেত্রে একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি করল।