বাজপেয়ী খেতে ভালবাসতেন ‘দুধ কি বরফি’, স্মৃতিচারণায় লখনউয়ের মিষ্টির দোকানের মালিক
Web Desk, ABP Ananda | 17 Aug 2018 05:31 PM (IST)
লখনউ: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মিষ্টি খেতে বড় ভালবাসতেন। তাঁর প্রিয় মিষ্টি ছিল পুরনো লখনউয়ের একটি দোকানের ‘দুধ কি বরফি’। তাঁর প্রয়াণে সেই দোকানের মালিক ও কর্মীরাও শোকাহত। তাঁরা প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করছেন। বর্তমানে ওই দোকানের মালিক কীর্তি ত্রিবেদী জানিয়েছেন, ‘আমার বাবা বাবুরাম ত্রিবেদী বলতেন, খাওয়ার পরে অটলজি মিষ্টি চাইতেন। তিনি ত্রিবেদী মিষ্টান্ন ভাণ্ডারের দুধ কি বরফিই খেতেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়।’ স্বাস্থ্যের অবনতি হওয়ায় শেষদিকে আর লখনউয়ে বেশি যেতে পারতেন না বাজপেয়ী। তবে তখনও তিনি ‘দুধ কি বরফি’ খেতেন। তাঁর জন্য এই মিষ্টি নিয়ে যেতেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা লালজি টন্ডন।