চেন্নাই: তামিলনাড়ুর চেন্নাইয়ের রাজীব গাঁধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৪১ বছরের করোনাভাইরাস আক্রান্ত এক মহিলা। প্রায় এক সপ্তাহ পরে হাসপাতাল চত্বরেই পাওয়া যায় তাঁর মৃতদেহ। মৃতের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম সুনীতা। তিনি চেন্নাইয়ের তাম্বারন এলাকার বাসিন্দা। ময়নাতদন্তে জানা গেছে, সুনীতাকে খুন করা হয়েছে। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হাসপাতালেরই মহিলা রাঠি দেবীকে। অভিযুক্ত পুলিশের জিজ্ঞাসাবাদে কবুল করেছে যে, টাকাপয়সা ও মোবাইল হাতানোর জন্যই সে সুনীতাকে খুন করেছে। পুলিশ সূত্রে এমনই জানানো হয়েছে।
খুনের অভিযোগে থিরুভোট্টিয়ুরের বাসিন্দা বছর ৪০ এর রাঠি দেবীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে মৃত মহিলার টাকাপয়সা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
সহকর্মীদের বয়ানেই রাঠি দেবীর ওপর পুলিশের সন্দেহ দানা বাঁধে। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসপাতালের কর্মীরা পুলিশকে জানান যে, তাঁরা সুনীতাকে শেষবারের মতো দেখেছিলেন রাঠি দেবীর সঙ্গে। রাঠি দেবী তাঁকে হুইল চেয়ারে করে জেনারেল হাসপাতালের টাওয়ার থ্রি-র চার তলার ২৬৮ নম্বর ওয়ার্ড থেকে বের করে নিয়ে গিয়েছিলেন।
হাসপাতালের ঠিকা কর্মী রাঠি দেবী তার ছেলে ও মেয়ের সঙ্গে থাকত। তার টাকাপয়সার খুব প্রয়োজন ছিল বলে জানা গেছে। রাঠি দেবী পুলিশকে জানিয়েছে, সে সুনীতা তাঁর ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের তাড়া বের করে গুণতে দেখেছিল। তখনই সে সুনীতার টাকা চুরির ছক কষে। এরপর স্ক্যান রুমে নিয়ে যাওয়ার নাম করে সে সুনীতাকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে যায়। সুনীতাকে নয় তলায় নিয়ে যেতে সে এমার্জেন্সি লিফ্ট ব্যবহার করে। সেখানে নিয়ে গিয়ে রাঠি দেবী সুনীতাকে শ্বাসরোধ করে খুন করে এবং সিঁড়ির কাছে ইবি রুমে তাঁর দেহ ফেলে দেয়।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, সুনীতার ঘাড়ের হাড় ভেঙে গিয়েছে। ফাঁস দিলে এই হাড় ভেঙে যায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর ফুসফুস দুর্বল ছিল। রাঠি দেবী অনায়াসেই তাঁর শ্বাসরোধ করে তাঁকে খুন করে। সুনীতার দেহের হদিশ মেলে গত ৮ জুন।
Covid-19 Patient Killed: টাকা ও মোবাইল হাতাতে করোনা আক্রান্তকে খুন, ধৃত হাসপাতালের ঠিকা মহিলা কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2021 01:09 PM (IST)
খুনের অভিযোগে থিরুভোট্টিয়ুরের বাসিন্দা বছর ৪০ এর রাঠি দেবীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে মৃত মহিলার টাকাপয়সা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
23 Jun 2021 01:09 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -