নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শূন্যপদে প্রচুর প্রার্থী নিয়োগ করবে ভারতীয় রেলওয়ে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ড। ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন, কোথায়, কীভাবে আবেদন করবেন। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ওয়েবসাইটটি হল rrbcdg.gov.in .
চাকরিপ্রার্থীদের আবেদনের পদ্ধতি
কোন পদে চাকরি: ট্র্যাক মেইনটেইনর গ্রেড ৪। ডেপার্টমেন্ট ৪।
বেতনক্রম: ১৮,০০০ (Level 1 of 7th CPC Pay Matrix) সঙ্গে শর্তসাপেক্ষে অ্যালাওয়েন্স দেওয়া হবে।
মোট শূন্যপদ: জানানো হয়েছে ৪০,৭২১ টি
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ। বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT)দ্বারা স্বীকৃত সংস্থা থেকে ITI হতে হবে। বা স্টেট কাউন্সিল বা তার সমকক্ষ কোনও ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ হতে হবে। অথবা NCVT দ্বারা দেওয়া National Apprenticeship Certificate (NAC) থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব ও নিম্নসীমা ভিন্ন...
জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। ( জন্ম হতে হবে ১ জুলাই, ২০০১ থেকে ২ জুলাই ১৯৮৬-র মধ্যে)
ওবিসিদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর। (১জুলাই ২০০১ থেকে ২ জুলাই ১৯৮১)
এসসি/এসটিদের জন্য বয়সের সীমা ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে।
মেডিক্যাল স্ট্যান্ডার্ড: প্রার্থীকে সম দিক থেকেই শারীরিকভাবে সুস্থ হতে হবে।
দৃষ্টিশক্তি
দূরের দৃষ্টিশক্তি: চশমা ছাড়া এবং চশমাসহ 6/9, 6/12। (লেন্স বা পাওয়ার কোনওটাই 4D অতিক্রম করবে না)
কাছের দৃষ্টিশক্তি: চশমা ছাড়া এবং চশমাসহ 0.6, 0.6।
পাশাপাশি কালার ভিশন, বায়ানোকুলার ভিশন, নাইট ভিশন এবং মেসোপিক ভিশন পরীক্ষায় পাশ করতে হবে।
উল্লেখ্য, রেলের এই চাকরিতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর রেলওয়েতে। যদিও বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে RRB-র গ্রুপ-ডি তে নিয়োগ পিছিয়ে গিয়েছে। আবেদনের সময়সীমাও জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আরও জানতে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানেই বিস্তারিত বিবরণ পাবেন আবেদনকারীরা।