সল্টলেকের বৈশাখী মোড়ে শপিং মলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2019 04:24 PM (IST)
সল্টলেকের এএমপি শপিং মলে বিধ্বংসী আগুন। বৈশাখীর এএমপি শপিং মলের বেসমেন্টে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই বেসমেন্টের বহু গাড়ি, দাবি প্রত্যক্ষদর্শীদের।
কলকাতা: সল্টলেকের এএমপি শপিং মলে বিধ্বংসী আগুন। বৈশাখীর এএমপি শপিং মলের বেসমেন্টে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই বেসমেন্টের বহু গাড়ি, দাবি প্রত্যক্ষদর্শীদের।আগুনের উৎসস্থলে এখনও পৌঁছতে পারেনি দমকল।বেসমেন্ট থেকে মলের অন্য অংশে দ্রুত ছড়াচ্ছে আগুন।আতঙ্কে মল লাগোয়া আবাসনের বাসিন্দারা।ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন।ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে আগুন লাগে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।অগ্নিকাণ্ডের জেরে দ্রুত খালি করা হচ্ছে মল।প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘ফায়ার অ্যালার্ম বাজলেও ট্যাঙ্কে জল ছিল না’। মলের নিরাপত্তারক্ষীদের অবশ্য দাবি,ট্যাঙ্কে জল ছিল। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগরের মেয়র।