নয়াদিল্লি: ২০২১ সালের জনগণনায় অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মানুষের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। স্বাধীন ভারতে এই প্রথম এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ২০২১-এর জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই প্রথম ওবিসি-দের বিষয়ে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।’
এর আগে ভারতে শেষবার জাতের ভিত্তিতে জনগণনা হয়েছিল ১৯৩১ সালে। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি-দের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করা হয়। ২০০৬ সালে পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের শাখা জাতীয় নমুনা জরিপ সংস্থা জানায়, মোট জনসংখ্যার ৪১ শতাংশ ওবিসি। এবার জনগণনায় ওবিসি-দের বিষয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
স্বাধীন ভারতে এই প্রথম, ২০২১-এর জনগণনায় ওবিসি-দের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2018 07:47 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -