বেঙ্গালুরু: চন্দ্রযান-২ উৎক্ষেপণের পর আজ প্রথমবার বাড়ানো হল কক্ষপথের পরিধি। ইসরোর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। দুপুর ২.৫২ মিনিটে ৫৭ সেকেন্ডের জন্য অন-বোর্ড প্রপালসন সিস্টেমের মাধ্যমে চন্দ্রযান-২-এর কক্ষপথের পরিধি ১৭০X৪৫,৪৭৫ কিমি থেকে বাড়িয়ে ২৩০X৪৫,১৬৩ কিমি করা হয়েছে। দ্বিতীয়বার চন্দ্রযান-২-এর কক্ষপথের পরিধি বাড়ানো হবে বৃহস্পতিবার রাত একটায়।
সোমবার সফলভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২। ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করার কথা। তার আগে ধাপে ধাপে কক্ষপথের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছে ইসরো। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠাচ্ছে ভারত। আপাতত পৃথিবীর কক্ষপথে ঘুরবে চন্দ্রযান-২। ১৪ অগাস্ট চাঁদের উদ্দেশে রওনা হবে এই মহাকাশযান। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে ভারতের মহাকাশযান অবতরণ করাতে চলেছে ভারত।
উৎক্ষেপণের পর প্রথমবার বাড়ানো হল চন্দ্রযান-২-এর কক্ষপথের পরিধি, জানাল ইসরো
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2019 07:18 PM (IST)
সোমবার সফলভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২। ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করার কথা।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -