নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার জন্য সংবিধান সংশোধনের কোনও প্রস্তাব নেই বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। আজ রাজ্যসভায় নাম বদল নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব খারিজ করে দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও রাজ্যের নাম বদল করার জন্য সংবিধান সংশোধন করা দরকার। এখনও পর্যন্ত সংবিধান সংশোধনের কোনও প্রস্তাব নেই।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বাংলা নামটির সাদৃশ্য রয়েছে।
গত বছরের ২৬ জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাশ হয়। এরপর এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাবে সাড়া দেয়নি।
পশ্চিমবঙ্গের নাম বদলের জন্য সংবিধান সংশোধনের কোনও প্রস্তাব নেই, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2019 03:52 PM (IST)
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বাংলা নামটির সাদৃশ্য রয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -