সেপ্টেম্বরে প্রথম রাফাল যুদ্ধবিমান পেতে চলেছে বায়ুসেনা, জানালেন প্রতিরক্ষা উৎপাদন সচিব
Web Desk, ABP Ananda | 13 Jul 2019 07:06 PM (IST)
সম্প্রতি ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দ্রে জিগলার জানান, দু’মাসের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে রাফাল যুদ্ধবিমান।
কলকাতা: এ বছরের সেপ্টেম্বরেই প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারতীয় বায়ুসেনা। আজ এমনই জানালেন প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব অজয় কুমার। তিনি আরও জানিয়েছেন, নিয়ম মেনেই রাফালের অফসেট পার্টনারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দ্রে জিগলার জানান, দু’মাসের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে রাফাল যুদ্ধবিমান। নির্দিষ্ট সময়েই ভারতে আসবে রাফাল। আগামী দু’বছরের মধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান পেয়ে যাবে ভারতীয় বায়ুসেনা। ফরাসি সংস্থা দাঁসো অ্যাভিয়েশন পরমাণু অস্ত্রবাহী রাফাল যুদ্ধবিমান তৈরি করে। অনিল অম্বানির সংস্থা দাঁসোর অফসেট পার্টনার হয়েছে। সেটা নিয়ে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছে। রাফালে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। তবে সব বিতর্ক পিছনে ফেলে শেষপর্যন্ত বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান।