শ্রীনগর: মধ্য ও উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায় তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে পাঁচ সেনা জওয়ানও আছেন। সেনাবাহিনী সূত্রে খবর, মাচিল সেক্টরের ফরওয়ার্ড পোস্টে তুষারধসের কবলে পড়েন পাঁচ জওয়ান। চারজনের মৃত্যু হয় এবং একজনকে উদ্ধার করা সম্ভব হয়। মৃত জওয়ানদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে, নওগাম সেক্টরে তুষারধসে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। পাকিস্তান সীমান্তে গুরেজ ও রামপুর সেক্টরেও তুষারধস হয়। তবে এই দু’টি জায়গা থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।

কাশ্মীরের বিভিন্ন জায়গায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে। এর ফলে অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উড়ানেও বিঘ্ন ঘটেছে। গতকাল সন্ধেবেলা গান্দারবল জেলার কুলান অঞ্চলে তুষারধসে পাঁচজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বাবা-ছেলেও আছেন। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এর আগে ২০১৮ সালের ৪ ডিসেম্বর কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় দু’টি পৃথক তুষারধসে চার সেনা জওয়ান প্রাণ হারান। গত বছরের ৩০ নভেম্বর লাদাখের দক্ষিণ সিয়াচেন হিমবাহ অঞ্চলে টহল দেওয়ার সময় তুষারধসে এক জুনিয়র কমিশনড অফিসার সহ দুই সেনাকর্মীর মৃত্যু হয়।