নয়াদিল্লি: ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দুই সাজাপ্রাপ্তের দাখিল করা কিউরেটিভ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার, শুনানিতে এই পিটিশন খারিজ করে বিচারপতি এনভি রমন্নার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন -- বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আরএই নরিম্যান, বিচারপতি আর ভানুমতী, ও বিচারপতি  অশোকভূষণ। কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল বিনয় শর্মা ও মুকেশ কুমার। এখনও বাকি দুই দোষী অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তা তাদের কিউরেটিভ পিটিশন দাখিল করেনি।


কিউরেটিভ পিটিশন কী?
কিউরেটিভ পিটিশন হল আদালতে পাওয়া শেষ সাংবিধানিক পন্থা। রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর কোনও সাজাপ্রাপ্ত এই পিটিশন দাখিল করতে পারে। বিচারব্যবস্থার অপপ্রয়োগ এবং প্রক্রিয়ার অপব্যবহার রুখতেই সুপ্রিম কোর্ট এই বিশেষ ব্যবস্থাকে প্রবর্তন করে। সাধারণত, রুদ্ধ কক্ষে এই বিচারপ্রক্রিয়া চালান বিচারপতিরা।
এই রায়কে স্বাগত জানান নির্ভয়ার মা আশাদেবী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আজকের দিনটা আমার কাছে বড়। আমি সাত বছর ধরে কষ্ট সহ্য করছি। তবে, যেদিন সব সাজাপ্রাপ্তকে ফাঁসি দেওয়া হবে, সেদিনটাই হবে আমার জীবনের সবচেয়ে বড়।

এর আগে, চারজনই রিভিউ পিটিশন দাখিল করেছিল। সেগুলি শীর্ষ আদালত খারিজ করে দেয়। প্রসঙ্গত, কিউরেটিভ পিটিশন হল বিচারের শেষ পন্থা। এখন কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গেলেও দোষীদের রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার সুযোগ থাকবে।