- বিমানগুলিতে থাকছে সেলফ প্রোটেকশন স্যুটস বা এসপিএস। তাছাড়া থাকছে এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেসার্স, অত্যাধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম থাকছে। যা যে কোনও মিসাইল হানা থেকে রক্ষা করবে এই বিমানগুলিকে।
- মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি ‘এয়ারফোর্স ওয়ান’-এর ধাঁচেই তৈরি হয়েছে এই বিশেষ বোয়িং-৭৭৭ বিমানগুলি।
- এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের বিমান চালাতেন এয়ার ইন্ডিয়ার পাইলট। তবে নতুন এই বোয়িং-৭৭৭ বিমানগুলি চালাবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা। যাঁরা যুদ্ধবিমান চালানোয় পারদর্শী।
- বিলাসবহুল এই বিমানের ভিতরে থাকবে অনেকটা বাড়তি জায়গা। থাকবে অফিস ঘর, কনফারেন্স রুম।
- আপদকালীন অবস্থার জন্য থাকবে মেডিক্যাল রুম। যেখানে ভেন্টিলেটর-সহ সমস্ত আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত থাকবে।
আগামী সেপ্টেম্বর মাসে ভারতের হাতে আসতে পারে দুটি বোয়িং-৭৭৭ বিমান।