নয়াদিল্লি: সারা দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বাড়তে থাকার সঙ্গে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের যোগসূত্র দেখা হচ্ছে। সম্প্রতি হওয়া ওই অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে লোকজন এসেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিতে চলেছে, সেখানে আসা প্রায় ৩০০ বিদেশিকে ব্ল্য়াকলিস্ট অর্থাত কালো তালিকাভুক্ত করা হবে। ওদের মধ্যে মালয়েশিয়া, তাইল্যান্ডের লোকজনও ছিল। ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক কর্তা বলেছেন, যে প্রায় ৮০০০ লোক মার্চের মাঝামাঝি নিজামুদ্দিন মারকাজে হওয়া তবলিগ-ই-জামাত অনুষ্ঠানে হাজির হয়েছিল, তাদের মধ্যে ছিল এই বিদেশিরা। ওদের অনেকের মধ্যেই কোভিড-১৯ এর লক্ষণ দেখা গিয়েছে। অনুষ্ঠানে হাজির প্রায় ৩০জনের নোভেল করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার ফল পজিটিভ বেরিয়েছে। এমনকী গত কয়েকদিনে অন্তত তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাটি বলেন, ট্য়ুরিস্ট ভিসা নিয়ে আসা লোকজন নিজামুদ্দিনের সমবেশে যোগ দিয়ে ভিসার শর্ত ভেঙেছেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে এলে কোনও ধর্মীয় অনুষ্ঠানে থাকা যায় না।
সত্যিই ওই বিদেশিরা কালো তালিকাভুক্ত হলে ভবিষ্যতে ভারতে আসার দরজা তাদের সামনে বন্ধ হয়ে যাবে।
গত ২দিনে নিজামুদ্দিন ক্যাম্পাসে পুলিশ মোট ২৮১ জন বিদেশির সন্ধান পেয়েছে। এদের ১৯ জন নেপালের। মালয়েশিয়া, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, ফিজি, ফ্রান্স, কুয়েতের লোকও ছিল।
নিজামুদ্দিনের অনুষ্ঠানে আসা প্রায় ৩০০ বিদেশিকে ব্ল্যাকলিস্ট করতে চলেছে কেন্দ্র, আর ভারতে আসতে পারবে না কখনও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2020 04:35 PM (IST)
স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাটি বলেন, ট্য়ুরিস্ট ভিসা নিয়ে আসা লোকজন নিজামুদ্দিনের সমবেশে যোগ দিয়ে ভিসার শর্ত ভেঙেছেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে এলে কোনও ধর্মীয় অনুষ্ঠানে থাকা যায় না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -