নয়াদিল্লি: পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করায় নভজ্যোত সিংহ সিধুর তীব্র সমালোচনা করলেন বীরেন্দ্র সহবাগ। তিনি বলেছেন, ‘আমি রাজনীতিবিদ নই, একজন সাধারণ মানুষ। আমি যদি ওখানে থাকতাম, কোনও সময়ই এই ধরনের আচরণ করতাম না। কারণ আমি জানি, এতে দেশের মানুষ আঘাত পেতে পারেন। আমরা সীমান্তে সেনা জওয়ানদের জীবন বিসর্জন দেওয়া, পরিবারগুলির প্রিয়জনদের হারানোর কথা পড়ছি। এসবের পরেও কেউ কী করে পাকিস্তানি সেনাপ্রধানকে আলিঙ্গন করতে পারেন?’

২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা উল্লেখ করে সহবাগ বলেছেন, ‘আমরা যখন পাকিস্তান সফরে গিয়েছিলাম, তখন ঠিক করে নিয়েছিলাম, এমন কারও সঙ্গে দেখা করব না যাতে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। আমরা পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে দেখা করেছিলাম। তবে তাঁর সঙ্গে শুধু করমর্দন করেছিলাম, আলিঙ্গন করিনি।’

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে সিধু ছাড়াও আমন্ত্রিত ছিলেন কপিল দেব ও সুনীল গাওস্কর। তবে ভারতীয় ক্রিকেট দলের এই দুই প্রাক্তন অধিনায়ক ইসলামাবাদে যাননি। শুধু সিধুই যান। তিনি বসেছিলেন পাক-অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে। আজ দেশে ফিরে এ বিষয়ে সাফাই দিয়েছেন সিধু। তবে তাতে বিতর্ক ও সমালোচনা থামছে না।