নয়াদিল্লি: মণিশঙ্কর আয়ারকে দলে ফেরানো নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপি। আজ সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেছেন, আয়ারকে দলে ফিরিয়ে নিয়ে শুধু প্রধানমন্ত্রীকেই না, গোটা পিছড়ে বর্গের মানুষকে অপমান করেছে কংগ্রেস। রাহুল গাঁধীকে এর জবাব দিতে হবে।

গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ান আয়ার। তিনি বলেছিলেন, ‘অম্বেডকরজির যেটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল, সেটা পূরণ করার জন্য যিনি সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছেন তাঁর নাম জওহরলাল নেহরু। অম্বেডকরের নামে তৈরি হওয়া একটি ভবনের উদ্বোধন করতে গিয়ে সেই পরিবারের নামে খারাপ কথা বলা হচ্ছে। আমার মনে হয় এই লোকটা (মোদী) অত্যন্ত নীচ। ওর মধ্যে কোনওরকম সভ্যতা নেই। এই ধরনের অনুষ্ঠানে এরকম রাজনীতির কী দরকার!’

আয়ারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি। মোদী দাবি করেন, তিনি নিচু জাতির বলেই অপমান করেছেন এই কংগ্রেস নেতা। দেশজুড়ে বিতর্কের জেরে আয়ারকে সাসপেন্ড করে কংগ্রেস। তবে গতকাল তাঁর প্রাথমিক সদস্যপদের উপর থেকে সাসপেনশন তুলে নিয়েছেন রাহুল।

কংগ্রেসের এই পদক্ষেপেরই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাহুলকে আক্রমণ করে সম্বিত বলেছেন, ‘মোদী সম্পর্কে মণিশঙ্কর যা বলেছিলেন, সেটা কটূক্তি ছিল না। তিনি শুধু প্রধানমন্ত্রীকেই অপমান করেননি, জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেন। পিছড় বর্গের গরিব ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করে গোটা পিছড়ে বর্গকে অপমান করেছেন মণিশঙ্কর।’