করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2020 11:55 PM (IST)
প্রণববাবুর অসুস্থতার খবর পেয়ে ফোনে খবর নিয়েছেন সনিয়া গাঁধী-রাহুল গাঁধীরা। উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী এবং বাম ও কংগ্রেস নেতৃত্ব। তাঁর সুস্থতা কামনা করা হয়েছে বিজেপির তরফ থেকেও।
কলকাতা: করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার নিজেই ট্যুইট করে সেই খবর জানান প্রাক্তন রাষ্ট্রপতি। রবিবার রাতে বাথরুমে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। আঘাত পান মাথায়, ডানহাত নাড়াতেও সমস্যা হচ্ছিল তাঁর। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন হাসপাতালে। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হয়। এবং পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে কোনও উপসর্গ নেই তাঁর। সোমবার রাতে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর মাথায় রক্তক্ষরণ বয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ভেন্টিলেশনে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ৯৬ ঘণ্টা তাঁকে রাখা হবে পর্যবেক্ষণে। জানা গিয়েছে, ডায়াবিটিস রোগী প্রণববাবু। একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। পরিবার সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। তবে তিনি বিপন্মুক্ত নন বলেই পরিবার সূত্রে খবর। প্রণববাবুর অসুস্থতার খবর পেয়ে ফোনে খবর নিয়েছেন সনিয়া গাঁধী-রাহুল গাঁধীরা। উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী এবং বাম ও কংগ্রেস নেতৃত্ব। তাঁর সুস্থতা কামনা করা হয়েছে বিজেপির তরফ থেকেও।