নয়াদিল্লি: বুকে ব্যথা হওয়ায় দিল্লির এইমসে ভর্তি করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে। আজ রাত ৮.৪৫ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে কার্ডিও-থোরাসিস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
৮৭ বছর বয়সি মনমোহনের ২০০৯ সালে বাইপাস সার্জারি হয়েছিল। এইমস সূত্রে খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাধারণ ওয়ার্ডেই রাখা হয়েছে। তাঁকে আইসিইউ-তে রাখার প্রয়োজন হয়নি।
সম্প্রতি কংগ্রেস-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে দলের শীর্ষনেতৃত্বের বৈঠকে যোগ দেন মনমোহন। তিনি দেশের করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
বুকে ব্যথা, দিল্লির এইমসে ভর্তি মনমোহন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2020 10:38 PM (IST)
তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -