নয়াদিল্লি: দিল্লির আলিপুরে ফ্লিপকার্ট শপিং পোর্টালের ডেলিভারি হাব থেকে ১৫০টি মোবাইল ফোন চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। সংস্থার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক অভিযোগ করেন, বিলাসপুরের বিনোলায় যাওয়ার পথে তাঁদের ডেলিভারি হাব থেকে ফোনগুলি চুরি হয়েছে।
ধৃতদের নাম সন্তোষ কুমার, ব্রিজমোহন, অখিলেশ ও রঞ্জিত। পেশায় এরা গাড়ি চালক, কাজ করে দিল্লির বিভিন্ন পরিবহণ সংস্থায়। সন্তোষ ও ব্রিজমোহনের নামে এর আগেও এমন চুরির অভিযোগ করা হয় উত্তর প্রদেশের ফুরসতগঞ্জ পুলিশ স্টেশনে। অভিযোগ, তখন তারা রেশন নিয়ে যাওয়া একটি গাড়ি থেকে ১০০-র বেশি চিনির বস্তা চুরি করেছিল।
এদের কাছ থেকে ৩০টি ফোন উদ্ধার হয়েছে, দাম আড়াইলাখ টাকা।
ফ্লিপকার্টের ডেলিভারি হাব থেকে ১৫০ মোবাইল চুরি, গ্রেফতার ৪
ABP Ananda, Web Desk
Updated at:
21 Feb 2019 01:16 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -