মুম্বই: মহারাষ্ট্রে সাপের বিষ পাচারে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। বাজেয়াপ্ত হল কোটি টাকার বেশি দামের সাপের বিষ। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলের বোতলে ভরে সাপের বিষ ধৃতরা পাচার করছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সাপের বিষ পাচারের এই চক্র বিভিন্ন রাজ্যে সক্রিয় ছিল।
মহারাষ্ট্রের রায়গড় পুলিশ সাপের বিষ বাজেয়াপ্ত করেছে। এর মূল্য ১.৭ কোটি টাকা বলে অনুমান। পুলিশের এক আধিকারিক বলেছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রায়গড়ের মান্ডোয়া জেট্টি থেকে রাজারাম জৈসওয়ার (৪৬) ও উদয়নাথ জৈসওয়ার (৩৭)-গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বোতলে রাখা সাপের বিষ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা আন্তর্জাতিক চক্রের হয়ে কাজ করত।
অভিযুক্তদের একজন মুম্বইয়ে মলওয়ানির বাসিন্দা। সে পুলিশকে জানায়, গুজরাতের দুই ব্যক্তি তাকে সাপের বিষ দেয়। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দেবীলাল জোশী (৩৬) এবং সন্তোষকুমার সিংহ (৩৫)-কে গুজরাতের ভালসাদ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
বাজেয়াপ্ত বোতলে ভরা ১.৭ কোটি টাকা মূ্ল্যের সাপের বিষ, গ্রেফতার ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2018 01:31 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -