এআইএডিএমকে-র ১৮ জন বিদ্রোহী বিধায়ককে বরখাস্তের সিদ্ধান্ত বহাল হাইকোর্টে, স্বস্তিতে তামিলনাড়ু সরকার
Web Desk, ABP Ananda | 25 Oct 2018 09:30 PM (IST)
চেন্নাই: এআইএডিএমকে-তে কোণঠাসা হয়ে পড়া নেতা টিটিভি দীনাকরণের ঘনিষ্ঠ ১৮ জন বিধায়ককে বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট। ফলে স্বস্তি পেল তামিলনাড়ু সরকার। হাইকোর্ট সংশ্লিষ্ট বিধায়কদের স্বপদে বহাল করলে সংখ্যাগরিষ্ঠতা হারাত শাসক দল। ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হত। তবে হাইকোর্টের রায়ে সেই পরিস্থিতি এড়ানো গেল। গত বছরের ১৮ সেপ্টেম্বর দলত্যাগ বিরোধী আইনে এই বিধায়কদের বরখাস্ত করেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল। আজ বিচারপতি এম সত্যনারায়ণ বলেছেন, ‘বিধানসভার স্পিকার কোনও ভুল করেননি। বিধায়কদের বরখাস্ত করার জন্য তিনি যে কারণগুলি উল্লেখ করেছেন, সেগুলি সংবিধান সম্মত।’ হাইকোর্ট আরও জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবেন বরখাস্ত হওয়া বিধায়করা। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসনগুলিতে উপনির্বাচনের দিন ঘোষণাও করতে পারবে। হাইকোর্টের এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দীনাকরণ বলেছেন, ‘আমরা আশা করেছিলাম আদালতের রায় আমাদের পক্ষে যাবে। কিন্তু সেটা না হওয়া সত্ত্বেও আমরা ধাক্কা খাইনি। সুপ্রিম কোর্টে আবেদন জানাব কি না, সে বিষয়ে ১৮ জন বিধায়কের সঙ্গে আলোচনা করব। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমাদের উপনির্বাচনে লড়াই করা উচিত।’