পুলিশ সূত্রে খবর, এখনও এই ঘটনায় চারজন গ্রেফতার হয়েছে। ঘাতকের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে দেখে পুলিশের অনুমান, ২০০২ সালে মসকোয় জন্ম তার।
মৃত ওই ব্যক্তি ইতিহাসের শিক্ষক। তাঁর এক ছাত্রের বাবা জানান, ওই শিক্ষক খুবই জনপ্রিয় ছিলেন। তিনি শুনেছেন, ক্লাসে মহম্মদের কার্টুন চিত্র দেখানোর আগে তিনি মুসলিম ছাত্রদের বাইরে যেতে বলেছিলেন সেদিন।২০১৫ সালে শার্লি হেবদোর ঘটনায় প্যারিসে তোলপাড় হয়ে যায়। তখনও মহম্মদের একটি ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য প্যারিসের পত্রিকা শার্লি হেবদোর অফিসে আক্রমণ চালানো হয়।