কলকাতা: কলকাতার হোটেলে কাজ করতেন । সবই ঠিকঠাক চলছিল। তারপর লকডাউনে কাজ চলে যায় বারুইপুরের বাসিন্দা চিরঞ্জিত তাঁতির। সাতমাস ধরে কোনও কাজ ছিল না। জমানো টাকাও প্রায় শেষ হতে বসেছিল। স্ত্রী-সন্তান নিয়ে পরিবার। খরচ টানতে কাজের সন্ধান করছিলেন। কিন্তু ব্যবস্থা হচ্ছিল না কিছুতেই। অবশেষে শুক্রবার রাতে ট্রেনের কামরা থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
স্থানীয় সূত্রে খবর, কলকাতার হোটেলে রাঁধুনির কাজ করতেন চিরঞ্জিত। পরিবারের দাবি, লকডাউনে কাজ চলে যায়। তারপর থেকেই কাজের খোঁজ করছিলেন। এদিকে, ভাড়াবাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার। শুরু হয় আর্থিক সঙ্কট। বাজারে দেনাও হয়ে যায় বলে দাবি। সম্প্রতি দাদার কাছে আশ্রয় নেন বছর পঁয়ত্রিশের ওই যুবক।
দিনকয়েক আগে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে যান স্ত্রী। গতকাল রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পর, স্ত্রীর সঙ্গে বচসা হয়। এরপর রাতে বারুইপুর লোকাল থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। আর্থিক সঙ্কটের কারণেই আত্মঘাতী কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
বারুইপুরে ট্রেনের কামরায় যুবকের ঝুলন্ত দেহ, অর্থ সঙ্কটে আত্মঘাতী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 12:16 PM (IST)
স্থানীয় সূত্রে খবর, কলকাতার হোটেলে রাঁধুনির কাজ করতেন চিরঞ্জিত। পরিবারের দাবি, লকডাউনে কাজ চলে যায়। তারপর থেকেই কাজের খোঁজ করছিলেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -