পিলিভিট: উত্তরপ্রদেশের পিলিভিটের পূরণপুরে বাস ও গাড়ির মুখোমুখি ধাক্কা। ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেলেন ৭ জন। আহত ৩০ জনেরও বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


পিলিভিটের এসপি জয় প্রকাশ জানান, 'বাসটি লখনউ থেকে পিলিভিটে আসছিল। আর একটি পিকআপ গাড়ি আসছিল পুরাইপুর থেকে। এরপর পূরণপুরে এসে দুটি গাড়ির ধাক্কা লাগে। তাতে বাসটি উল্টে গিয়ে পাশের একটি মাঠে পড়ে। বাসের যাত্রীদের গুরুতর আঘাত লাগে। গাড়ির যাত্রীদেরও আঘাত লেগেছে।'

জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ৷



এএনআই সূত্রে খবর, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বেশিরভাগ আহত যাত্রীই পিলিভিটের বাসিন্দা।

এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে আহতদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন ৷