নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ ঘোষণার প্রস্তাব ফের চিনের বাধায় সফল না হলেও ভারতের পক্ষে খুশির খবর, ফ্রান্স সিদ্ধান্ত নিল, জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করবে। পুলওয়ামায় গত মাসের নজিরবিহীন সন্ত্রাসবাদী হামলায় অন্তত ৪০ সিআরপিএফ জওয়ান হত্যার দায় নেওয়ার পর জইশ প্রধানের বিরুদ্ধে ফের সক্রিয় হয়েছে আন্তর্জাতিক মহল। পাকিস্তানের মদতপ্রাপ্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাথাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দিতে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করে। কিন্তু টেকনিক্যাল কারণ দেখিয়ে তাতে আপত্তি করে বাধা দেয় চিন।
যদিও তারপরও তার পায়ে নিষেধাজ্ঞার বেড়ি পরানোয় চেষ্টায় খামতি নেই। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থ ও আর্থিক বিষয়ক মন্ত্রক ও ইউরোপীয়, বৈদেশিক বিষয় সংক্রান্ত মন্ত্রক এক যৌথ বিবৃতিতে বলেছে, ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ হামলা ঘটেছে, যাতে ৪০ এর বেশি নিরাপত্তা জওয়ান নিহত হয়েছেন। যে জইশ-ই-মহম্মদকে রাষ্ট্রপুঞ্জ ২০০১ থেকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে, তারা এই হামলার দায় স্বীকার করেছে।
বিবৃতিতে ফ্রান্স বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রামে ভারতের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে বলে জানানো হয়েছে।
আজহারের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে বরাবর, ভবিষ্যতেও থাকবে, ঘোষণা ফ্রান্সের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Mar 2019 02:43 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -