সেই তালিকায় স্থান পেয়েছে ভারতের তেরঙাও। করোনা মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়াতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর বিভিন্ন দেশ। তাই গোটা বিশ্বকে এক হয়ে লড়াই করার ডাক দিয়ে অভিনব উদ্যোগ নিল সুইৎজারল্যান্ড। আল্পসের ম্যাটারহর্ন শৃঙ্গ আলোকিত করা হল কয়েকটি দেশের জাতীয় পতাকায়।
ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশের পতাকাও আলোর খেলায় ফুটে উঠেছিল ম্যাটারহর্নের গায়ে। যে শিল্পী ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এই আলোর প্রদর্শনীর আয়োজন করেছিলেন, তাঁর নাম জেরি হফসটেটার। আর সেই অসাধারণ দৃশ্য গোটা বিশ্বকে দেখানোর জন্য তিনি ওয়েবক্যামের সাহায্য নিয়েছিলেন। গোটা বিশ্বই আপাতত সেই দৃশ্য দেখে মুগ্ধ। সকলেই হফসটেটারের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। ভারতের তেরঙায় ঢাকা ম্যাটারহর্নের নৈসর্গিক দৃশ্যের ছবি ট্যুইট করেছেন সুইৎজারল্যন্ডে ভারতীয় দূতাবাসের এক কর্মী।