ওয়াশিংটন: মার্কিন মুলুকে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল ঠেকানোও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আক্রান্তের নিরিখে ভেন্টিলেটরের সংখ্যা কম – এই সমস্যার কথা বারবার উঠে আসছে। এই পরিস্থিতি সামাল দিতে গবেষণায় ক্যালিফোর্নিয়ার টাস্ক ফোর্সের সঙ্গে হাত মেলাল নাসা।
শুক্রবার নাসার তরফে জানানো হয়, আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টার, অ্যান্টেলোপ ভ্যালি হাসপাতাল, দ্য স্পেসশিপ কোম্পানি, অ্যান্টেলোপ ভ্যালি কলেজ একত্রে কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় মেডিক্যাল ইক্যুইপমেন্টের ঘাটতি পূরণের জন্য উপায় বার করতে এগিয়ে আসবে, যা আগামী দিনে বড় সঙ্কট রুখে দিতে পারে।
নাসা জানিয়েছে, তাদের প্রথমকাজই হবে প্রোটোটাইপ অক্সিজেন হুড তৈরি করা, যার ফল ইতিমধ্যেই পেয়েছেন হাসপাতালের ডাক্তাররা। ক্যালিফোর্নিয়ার দ্য স্পেসশিপ কোম্পানির গবেষণাগারে আগামী সপ্তাহেই ৫০০টি প্রোটোটাইপ অক্সিজেন হুড তৈরির কাজ শুরু হবে।


যাঁদের করোনার উপসর্গ কম দেখা দিয়েছে, তাদের কাজে আসবে এই অক্সিজেন হুড, জানিয়েছে নাসা। তাদেরকে ভেন্টিলেটরে পাঠানোর প্রয়োজন কমবে। এই হুড কনটিন্যুয়াস প্রেসার মেশিন টু ফোর্স অক্সিজেন বা সিপিএপি মেশিনের মতো কাজ করবে। যা ফুসফুসে ক্রমাগত অক্সিজেন পৌঁছে দেবে।
আর্মস্ট্রং-এর প্রযুক্তি বিভাগের কর্ণধার জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি, আমাদের কারিগরী জ্ঞান, ডিজাইন ও বিশেষ পদ্ধতির সঙ্গে নাসার জ্ঞান ও বিশেষজ্ঞদের দক্ষতার সমন্বয় সাধন করে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় জিনিসগুলির জোগান দেওয়ার।’
নাসার ইঞ্জিনিয়র অ্যালেন পার্কার ও তাঁর দল একটি ক্যানপি বা তাঁবু জাতীয় জিনিস তৈরি করেছেন, যাতে কোভিড রোগীদের চিকিৎসা করার সময় তাঁরা সুরক্ষিত থাকতে পারেন। রোগীদের এই তাঁবুর মধ্যে রাখা হবে। এই তাঁবুর ভিতরে থাকা ফিল্টার বাইরে ভাইরাস আসতে দেবে না। তাতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা নিশ্চিন্তে চিকিৎসা চালাতে পারবেন।