জয়সালমের: বাতাসে বারুদের গন্ধ। তার মাঝেই নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলানো। সীমান্তের অতন্দ্র প্রহরী। তবে আজ ওঁদের মনেও বসন্তের ছোঁয়া। হোলি খেলায় মাতলেন বারামুলা, জয়সলমির ও অমৃতসরের সেনা ও বিএসএফ (bsf) জওয়ানরা।
দেশজুড়ে হোলি সেলিব্রেশন চলছে। এবার সেলিব্রিট থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই মেতে উঠেছে হোলি খেলায়। ঠিক তেমনই হোলি সেলিব্রেশনে মেতে উঠেছে বিএসএফ জওয়ানরা। একে অপরকে রং মাখিয়ে দিলেন তারা। এমনকী মিষ্টিমুখও করানো হয়।
হোলি উপলক্ষে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা। পারস্পরিক ভালোবাসা, স্নেহ ও ভ্রাতৃত্বের প্রতীক এই রঙের উৎসবে আপনাদের জীবন আনন্দে রঙিন হয়ে উঠুক। ট্যুইটে লিখেছেন প্রধানমন্ত্রী।
হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্যুইটারে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা রাহুল গান্ধীরও। কংগ্রেস সাংসদ লিখেছেন, যে উত্সব হৃদয়ের সঙ্গে হৃদয়কে জোড়ে, সেই হোলি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দেশজুড়ে রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। হোলির আনন্দে মেতেছে ব্রজধামও। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে বিশেষ পূজার্চনা। বৃন্দাবনে সপ্তাহখানেক ধরে হোলি উত্সব পালন করা হয়। মন্দির নগরী বারাণসীর পথঘাটও হোলির রঙে রঙিন। মন্দিরে মন্দিরে রঙের উৎসব পালন। দশাশ্বমেধ ঘাটে চলছে রঙের খেলা।
এদিকে, দোল উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সকলকে দোলের শুভেচ্ছা। জমকালো উত্সব আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। বৈচিত্র, সৌহার্দ্য, ও সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক। ট্যুইটে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশজুড়ে রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। হোলির আনন্দে মেতেছে ব্রজধামও। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে বিশেষ পূজার্চনা। বৃন্দাবনে সপ্তাহখানেক ধরে হোলি উৎসব পালন করা হয়।
আরো পড়ুন: রঙের উৎসবে সামিল রাজনীতিবিদরাও, দোলে মাতলেন শশী, সুজিত, দিলীপ