নয়াদিল্লি: আজ থেকে নতুন মাসের শুরু হয়েছে। নতুন মাসে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন দেখা যাবে। আয়কর বিভাগ যেখানে টিডিএস নিয়ে নতুন নিয়ম নিয়ে এসেছে, সেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের এটিএম থেকে টাকা তোলা সহ চেক বইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। এরইমধ্যে ইতিমধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আজ বেড়েছে।  
স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জের নতুন নিয়ম
আজ থেকে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআইয়ে বেশ কয়েকটি পরিবর্তন ঘটছে। আজ থেকে এক মাসে চারবারের বেশি এটিএম থেকে টাকা তুললেন অতিরিক্ত চার্জ দিতে হবে। এসবিআইয়ের এটিএম থেকে এক মাসে চার বারের বেশি টাকা তুললে প্রতি ক্ষেত্রে ১৫ টাকা ও সেইসঙ্গে জিএসটি সহ বাড়তি মাশুল গুণতে হবে। এই নিয়ম বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 


এসবিআই-এর চেকবইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম


এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়মের পাশাপাশি চেক বই নিয়েও নতুন নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, এসবিআইয়ের চেক ব্যবহারের জন্য বেশি খরচ করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারদের ১০ পাতার চেক নিতে হলে ৪০ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে। এসবিআই তাদের বেসিক সেভিংশ অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি বছর ১০ পাতার চেকবুক নিখরচায় দিয়ে থাকে। এরপর যদি ১০ পাতার চেকবুক ইস্যু করাতে হয়,তাহলে ৪০ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে।২৫ পাতার চেকবুক নিতে হলে ৭৫ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে। এসবিআই এখন থেকে ১০ পাতার এমার্জেন্সি চেকবইয়ের জন্য ৫০ টাকা ও সঙ্গে জিএসটি চার্জ নেবে। যদিও সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এ ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে।  


আয়কর রিটার্ন জমা না দিলে এখন কাটবে বেশি টিডিএস


আজ থেকে আয়কর বিভাগ যাঁরা আয়কর রিটার্ন দেননি, তাঁদের থেকে বেশি টিডিএস ও টিসিএস নেবে। এই নিয়ম তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাঁদের বার্ষিক টিডিএস ৫০ হাজার টাকা বা তার বেশি। 


 বদলাচ্ছে আইএফএসসি কোড


আজ থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি বদলাচ্ছে। গত বছর সিন্ডিকেট ব্যাঙ্ককে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ ঘটানো হয়। সে জন্য সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকরা কানাড়া ব্যাঙ্কের নয়া আইএফএসসি কোড পাবেন। আজ থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি কোড বাতিল গন্য হবে।