সঞ্চয়ন মিত্র, কলকাতা : সরকারি নির্দেশ অনুসারে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলার কথা। তবে বুধবার বিভিন্ন বেসরকারি বাস সংগঠন জানিয়ে দিল পুরনো ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। তাদের দাবি, অর্ধেক যাত্রী নিয়ে বাস চালালে ক্ষতির মুখে পড়তে হবে। তাই বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। ফলে, আগামী কাল কলকাতা ও জেলার রাস্তায় কত সংখ্যাক বাস নামবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম যে প্রসঙ্গে বলেছেন, 'একশো শতাংশ সরকারি বাস আগামীকাল থেকে রাস্তায় নামবে। বেসরকারি বাসগুলির সংগঠনদের বলব আপাতত মানুষের কথা ভেবে পরিষেবা চালু করুন, বাকি সমস্ত বিষয়ে আলোচনা করে রাস্তা বের করা হবে।'


এমনিতে একশো ছুঁইছুঁই পেট্রোল। বিরানব্বই পার করেছে ডিজেল। জ্বালানির অগ্নিমূল্যের জেরে প্রায় পনেরো শতাংশ ভাড়া বাড়িয়েছে রাজ্যের অ্যাপ নির্ভর ক্যাব। এদিকে, প্রায় দেড় মাস বন্ধ থাকার পর, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বৃহস্পতিবার থেকে ফের রাস্তায় সরকারি ও বেসরকারি বাস ফিরছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায়, বাস মালিকদের সংগঠনগুলি বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে। সংস্থাগুলির দাবি, কম যাত্রী নিয়ে যাতায়াত করতে এক্সিকিউটিভ বিভিন্ন বাসে যেরকম ভাড়া হয়, সেই অনুযায়ী ভাড়া না বাড়ালে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেছেন, 'ভাড়া না বাড়ালে সম্ভব নয় পরিষেবা দেওয়া। এমনিতেই দীর্ঘদিন গাড়ি পড়ে থাকায় মেকানিক্যাল খরচ যথেষ্ট।' কার্যত একই সুর সিটি সাবারবন বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহারও। এদিকে, বাসকর্মীদের বক্তব্য, তারা ভ্যাকসিন নিয়ে তৈরি, মালিকরা বললেই বাস নিয়ে বের হব। তবে, এই অবস্থায় ক্ষতি সামলে মালিকরা কি সিদ্ধান্ত নেবে জানা নেই।



বাস মালিকদের সংগঠনগুলির দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। খরচ তুলতে না পেরে ক্ষতির মুখে পড়তে হবে। কলকাতা RTO-র অধীনে ৮৬টি রুটে প্রায় সাড়ে ছ’হাজার বাস ও মিনিবাস চলাচল করে। বাস মালিকদের একাধিক সংগঠন, যেমন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য সংগঠন বাসভাড়া বাড়ানোর দাবি করছেন। এই অবস্থায়, বৃহস্পতিবার থেকে কলকাতা বা জেলায় কত সংখ্যক বাস বা মিনিবাস নামবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফিরহাদ হাকিম পরিবহণমন্ত্রী হওয়ার পর, ভাড়া বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি তৈরি করা হয়েছে। তবে, এখনও সেই কমিটির কোনও সুপারিশ আসেনি। এই অবস্থায়, বাস-মিনিবাস নিয়ে আর কোনও সরকারি নির্দেশ আসে কি না, তার দিকেই তাকিয়ে সংগঠনগুলো।