নয়াদিল্লি : 'ভাবছে মাথা নত করব, আমি অন্য মেটেরিয়াল। সবাই মেরুদণ্ডহীন হয় না' - প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, এভাবেই বিজেপির বিরুদ্ধে ফের একবার সুড় চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 


৬ মাস পর কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED)। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। তারপর সেখান থেকে বেরিয়ে ফের একবার আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, তাঁর বিরুদ্ধে ১০ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে নিজেই ফাঁসির মঞ্চে উঠে যাবেন কোনও ইডি সিবিআই লাগবে না।  সেই সঙ্গে জানিয়ে দেন, ‘কাল ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়’। 


অভিষেক স্পষ্টতই জানান, মহিলাদের কিছু পারিবারিক দায়িত্ব থাকে। বাড়িতে সন্তান আছে। ছেলের বয়স সবে আড়াই। এই অবস্থায় তাকে ফেলে দিল্লি আসছেন না রুজিরা। তবে তিনি বলেন, ‘কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে চাইলে, করতে পারে’। সেই সঙ্গে অভিষেক জানান, ‘তদন্তকারী সংস্থা তাদের কাজ করছে, আমি সহযোগিতা করেছি’। 


আরও পড়ুন :


তিন ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কী কী বিষয়ে অভিষেককে প্রশ্ন করল ইডি?


ইডি সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডের তদন্তে কয়েকটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তথ্য মিলেছে। সেবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমার কাছে কিছু কাগজ চেয়েছে, বলেছি দিয়ে দেব। ...তদন্তকারীদের আমি দোষ দিই না’


সেই সঙ্গে বিরোধী দলনেতার দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘আমি বিরোধী দল তৃণমূল করি বলে আমি চোর, বাকিরা সাধু! বিজেপিতে এলেই ওয়াশিং মেশিন, ধাপ্পাবাজি বেশিদিন চলতে পারে না’ !


 ইডি-র দাবি, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। এর পাশাপাশি, গত ৬ মাসে কয়লাকাণ্ডের তদন্তে আরও কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। সেগুলিকে সামনে রেখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি, গত ৬ মাসে কয়লাকাণ্ডের তদন্তে আরও কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। সেগুলিকে সামনে রেখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।