তিরুঅনন্তপুরম: কোনও ব্যক্তির যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তাঁকে আর নতুন করে অন্য কোনও ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। কেরলের এক ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে আজ কেরল হাইকোর্টে এমনই জানাল কেন্দ্রীয় সরকার।
কান্নুরের এক ব্যক্তি সৌদি আরবে কর্মরত। সেখানে কোভিশিল্ড স্বীকৃত হলেও, কোভ্যাকসিন এখনও স্বীকৃতি পায়নি। অথচ গিরিকুমার ঠেক্কান কুন্নুমপুরথ (৫০) নামে এই ব্যক্তি কোভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন। ৩০ অগাস্টের মধ্যে তাঁকে সৌদি আরবে ফিরতে হবে। না হলে তিনি কর্মহীন হয়ে পড়বেন। সৌদি আরবে ফিরতে হলে তাঁকে কোভিশিল্ড নিতে হবে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন গিরিকুমার। কিন্তু কেরল হাইকোর্টে এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল, একবার ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ হয়ে গেলে আর অন্য কোনও ভ্যাকসিন দেওয়া যাবে না।
কেরল হাইকোর্টে আবেদনে গিরিকুমার বলেন, ‘এ বছরের জানুয়ারিতে সৌদি আরবে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সেখান থেকে দেশে ফিরে আসেন তিনি। কেন্দ্রীয় সরকার যখন ৪৫ বছরের বেশি বয়সি ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে, তখন তিনি পাসপোর্টের তথ্য দিয়ে কোউইন পোর্টালের মাধ্যমে নাম নথিভূক্ত করেন। ১৭ এপ্রিল তিনি কোভ্যাকসিনের প্রথম ডোজ পান। একমাস পরে তিনি দ্বিতীয় ডোজ পান। কোভ্যাকসিন ডোজ সম্পূর্ণ হওয়ার পর তিনি জানতে পারেন, সৌদি আরবে এই ভ্যাকসিন স্বীকৃত নয়। আগে এ কথা জানতে পারলে তিনি কোভ্যাকসিন নিতেন না। কিন্তু কোভ্যাকসিন নেওয়ার ফলে বিদেশে তাঁর চাকরি নিয়ে এখন টানাটানি। তাঁর চাকরি বাঁচাতে হলে কোভিশিল্ড নেওয়া জরুরি।’
কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, অন্য কোনও ভ্যাকসিন ডোজ দেওয়া সম্ভব নয়।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৬৬ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪৩৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬। যা গত ১৪৬ দিনে সর্বনিম্ন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৩০ জন সুস্থ হয়েছেন।