কলকাতা: রাজ্যে আজও দৈনিক করোনা সংক্রমণ ৫০০-র কোটায়। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৫৪৭ জন। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫০২ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৩৯,৬১২ জন। সরকারি বুলেটিন অনুযায়ী ১৭ অগাস্টের হিসেবে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯,৭৩৬ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন। গতকাল মৃত্যু হয়েছিল ৯ জনের। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৮,৩১৮ জন। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হর ৯৮.১৮ শতাংশ। গত এক একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬৩৭ জন। সবমিলিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫,১১,৫৫৮ জন।
উল্লেখ্য, টিকাকরণ কর্মসূচি জোরদার করতে প্রশাসনের পাশাপাশি তৎপর বেসরকারি সংস্থাও। শিয়ালদা দক্ষিণ শাখার হকারদের বিনামূল্যে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল লিভার ফাউন্ডেশন। সোনারপুরে সংস্থার হাসপাতাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেসটিভ সায়েন্সেসে প্রতিদিন ১০০ জন হকারকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। কেউ ট্রেনে বাদাম বিক্রি করেন।
কেউ বা এক কামরা থেকে অন্য কামরায় সুগন্ধ ছড়িয়ে বিক্রি করেন ধূপ। কিন্তু করোনাকালে এই হকাররাই হয়ে উঠতে পারেন সুপার স্প্রেডার। এই আশঙ্কার কথা মাথায় রেখে এবার হকারদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নিল লিভার ফাউন্ডেশন।
উল্লেখ্য, ১৫৪ দিন পর দেশে সর্বনিম্ন করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৬৬ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪৩৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯।
অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬। যা গত ১৪৬ দিনে সর্বনিম্ন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৩০ জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৭০ হাজার ৪২২ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৭ লক্ষ ৯৫ হাজার ৩৩।