নয়াদিল্লি: ১ সেপ্টেম্বর থেকে নতুন মোটরযান আইন কার্যকর হয়েছে। এই নতুন আইনে ট্র্যাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মদ্যপান করে গাড়ি চালানো, সিগন্যাল না মানা, লাইসেন্স বা গাড়ির কাজগপত্র না থাকার অভিযোগে বিপুল অঙ্কের জরিমানা আদায় করছেন পুলিশকর্মীরা। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যঙ্গ-বিদ্রূপ।






মঙ্গলবার ট্র্যাফিক আইন ভঙ্গ করায় দিল্লির এক বাইক আরোহীর কাছ থেকে ২৩,০০০ টাকা জরিমানা আদায় করেন পুলিশকর্মীরা। বুধবার ভুবনেশ্বরের এক অটোরিকশা চালকের ৪৭,৫০০ জরিমানা করা হয়েছে। হরিবন্ধু কানহার নামে ওই অটোরকিশা চালক বৈধ লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পারমিট, দূষণ সংক্রান্ত সার্টিফিকেট, বিমা সংক্রান্ত নথি ছাড়াই রাস্তায় বেরিয়েছিলেন। গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ অবস্থাতেও ছিলেন। সেই কারণেই বিপুল অঙ্কের জরিমানা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকেই ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানার খবর পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত বিষয় এখন এটিই।