কটক রেলস্টেশনে তৈরি হচ্ছে নেতাজির জীবনের বিভিন্ন ঘটনার ছবি নিয়ে গ্যালারি
Web Desk, ABP Ananda | 28 Jan 2019 08:14 PM (IST)
কটক: নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন ঘটনার ছবি নিয়ে তাঁর জন্মস্থান কটকের রেলস্টেশনে তৈরি হতে চলেছে একটি গ্যালারি। রেল সূত্রে এমনই খবর। পূর্ব-উপকূল রেলের আধিকারিকরা আজ জানিয়েছেন, দেশের যে ৭০টি স্টেশনকে নতুন করে সাজানোর জন্য বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে কটক। ইতিমধ্যেই ৯.৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ বছরের মার্চের মধ্যে সেই টাকা খরচ করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। নেতাজির গ্যালারি তৈরি করা ছাড়াও কটক স্টেশনে ৬টি লিফট, একটি এসক্যালেটর, সব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আরও একটি ফুটওভারব্রিজ, একটি ডিজিটাল মিউজিক সিস্টেম ও সেলফি জোন তৈরি করা হচ্ছে। স্টেশন বিল্ডিংয়েরও উন্নতি করা হচ্ছে। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি কটকের ওড়িয়া বাজারে জন্ম হয় নেতাজির। সেখানে এখনও তাঁর পৈত্রিক বাসভবন আছে। সে কথা মাথায় রেখেই কটক স্টেশনে নেতাজির গ্যালারি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেল।