নয়াদিল্লি: ওমর আবদুল্লাকে পাকিস্তান যেতে বললেন গৌতম গম্ভীর। তাঁর দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) জম্মু ও কাশ্মীরের স্বশাসন পুনরুদ্ধারের চেষ্টা করবে বলে জানিয়েছেন ওমর। গত সোমবার উত্তর কাশ্মীরের বান্দিপোরার জনসভায় ওমর বলেন, ভারত রাষ্ট্রে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি ঘটেছিল রাজ্যের জন্য বেশ কয়েকটি সাংবিধানিক রক্ষা কবচের বিনিময়ে। সেগুলি বিলুপ্ত করা হলে গোটা অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন উঠবে। জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক ওয়াজির-ই-আজম বা প্রধানমন্ত্রী, সদর-ই-রিয়াসত বা রাষ্ট্রপতি পদ জিইয়ে তোলার কথাও বলেন তিনি।
এজন্য ওমরকে ইতিমধ্যেই নিশানা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। ওমরের দাবির ব্যাপারে কংগ্রেস, বিরোধীদের মহাগঠবন্ধনের অবস্থান কী, তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।



ওমরের বক্তব্যের প্রেক্ষিতে সম্প্রতি বিজেপিতে নাম লেখানো প্রাক্তন ক্রিকেটার গম্ভীর ট্যুইট করেন, ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী চান, তো আমারও মহাসমু্দ্রের ওপর হাঁটার বাসনা! উনি জম্মু ও কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী চান, আমি চাই শুয়োরেরাও উড়ে বেড়াক! কটাক্ষ করে গম্ভীর বলেছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটু ঘুম আর কড়া কফির দরকার। তাতেও যদি সম্বিত না ফেরে তবে ওর দরকার একটা সবুজ পাকিস্তানি পাসপোর্ট।
আর গম্ভীরের আক্রমণের জবাবে ওমরের ট্যুইট, গৌতম, বেশি ক্রিকেট কখনই খেলিনি কারণ জানতাম আমি এতে দক্ষ নই। তুমিও জম্মু ও কাশ্মীর, তার ইতিহাস বা সেই ইতিহাস গড়ায় ন্যাশনাল কনফারেন্সের ভূমিকা সম্পর্কে বেশি কিছু জান না। তবুও নিজের অজ্ঞতা সবাইকে দেখানোর জন্য জেদ ধরেছ।
গৌতমের উচিত, তিনি যেটা জানেন, স্রেফ তা নিয়েই মাথা ঘামানো, আইপিএল নিয়ে ট্যুইট করা, লিখেছেন ওমর।







এরপরও পাল্টা গম্ভীর ট্যুইট করেছেন, তোমার ক্রিকেট দক্ষতার ঘাটতি নিয়ে কিছু ভেব না। তবে তুমি নিঃস্বার্থ শাসন সম্পর্কে দু-একটা জিনিস জানলে কাশ্মীরীদের, আমাদের দেশেরও ভাল হোত। আর শোনা, ইতিহাস সবসময়ই সঙ্গতিপূর্ণ। কিন্তু দৃষ্টিভঙ্গিটা আাপেক্ষিক। নিজের রিডিং গ্লাসটা বরং পরিষ্কার করে নেওয়া ভাল।