ভডোডরা: লকডাউনে স্বামী যাতে বাড়িতে থাকেন, সেজন্য অনলাইন লুডো খেলার প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী। কিন্তু এই খেলা যে এমন সর্বনেশে হয়ে উঠবে, তা কে জানত! খেলায় কয়েকটি দান হেরে মেজাজ হারিয়ে স্ত্রীকে নৃশংস মারধর করলেন ভডোডরার এক ব্যক্তি। তাঁর স্ত্রী পেশায় টিউশন টিচার।
স্বামীর মারে ওই মহিলার মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। দুই ভার্টিব্রার মধ্যে ফাঁকও তৈরি হয়েছে।
ওই মহিলা চেয়েছিলেন, সোসাইটি অন্যান্যদের সঙ্গে মেলামেশার চেয়ে বরং বাড়িতেই থাকুক তাঁর স্বামী। তাই অনলাইন লুডো খেলার প্রস্তাব দেন তিনি।
তাঁর স্বামী এতে রাজি হন। কিন্তু চার দান হেরে মেজাজ হারিয়ে ফেলেন।স্ত্রীর সঙ্গে শুরু হয়ে যায় বসচা। এরপরই স্ত্রীকে মারধর করতে শুরু করেন ওই ব্যক্তি।
স্বামীর মারে গুরুতর অসুস্থ মহিলাকে অস্থি বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হয়। এরইমধ্যে খবর পৌঁছয় ১৮১ অভয়ম হেল্পলাইনেও। চিকিত্সার পর ওই মহিলা স্বামীর কাছে ফিরতে রাজি হননি। তিনি বাবা-মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি যেতে চান। এরপর অভয়মের পক্ষ থেকে স্বামী-স্ত্রী দুজনেরই কাউন্সেলিং করানো হয়।
প্রোজেক্ট কোঅর্ডিনেটর চন্দ্রকান্ত মাকওয়ানা বলেছেন, স্বামী-স্ত্রীকে জানানো হয় যে, তাঁদের কাছে দুটি বিকল্প রয়েছে...অভিযোগ দায়ের করা বা সমস্যার নিষ্পত্তি করা।
এই ঘটনার রাগের চোটে মারধর করলেও পরে ক্ষমা প্রার্থনা করেন অভিযুক্ত। মহিলাও স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। কিন্তু আপাতত কয়েকদিন বাবা-মায়ের বাড়িতেই থাকবেন তিনি।