নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের ৭৪-তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের তীব্র নিন্দা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁর ট্যুইট, ‘প্রতিটি দেশের জন্য ১৫ মিনিট করে বরাদ্দ ছিল। সেই সময় কে কী বলেছেন, তাতেই তাঁর চরিত্র ও উদ্দেশ্য বোঝা গিয়েছে। নরেন্দ্র মোদিজি শান্তি ও উন্নয়নের কথা বলেন। অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর পুতুল (ইমরান খান) পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনিই আবার কাশ্মীরে শান্তির দাবিতে সরব হওয়ার কথা বলছেন।’
গতকাল রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে উঠে সন্ত্রাসবাদ, আত্মঘাতী জঙ্গি হামলা, জম্মু ও কাশ্মীর নিয়ে সরব হন পাক প্রধানমন্ত্রী। তাঁর সেই বক্তব্যেরই বিরোধিতা করেছেন গম্ভীর।