জয়পুর: তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনাসভায় বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, কংগ্রেস নেতারা কোনও কথা বলতে এলে তাঁদের কলার ধরে প্রশ্ন করতে হবে, তাঁরা জনগণের জন্য কী করেছেন। এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তাঁর দাবি, বিজেপি সভাপতিকে ক্ষমা চাইতে হবে।
গেহলট বলেছেন, ‘অমিত শাহের এই ধরনের কথা বলার সাহস কী করে হল, সেটাই আমি বুঝতে পারছি না। তাঁর ক্ষমা চাওয়া উচিত। রাজনৈতিক নেতারা যদি একে অপরের কলার ধরতে শুরু করেন, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কী হবে? অমিত শাহ কীভাবে এই কথা বলতে পারেন? আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু যেহেতু বিজেপি ক্ষমতায় আছে তাই কোনও ফল হয়নি।’
হনুমানকে দলিত বলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও তীব্র সমালোচনা করেছেন গেহলট। তিনি বলেছেন, ‘বিজেপি ঈশ্বরকেও জাত অনুসারে ভাগ করছে। রাজস্থানে বিজেপি-র কোনও ইস্যু নেই। বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাবে কংগ্রেস।’
কংগ্রেস নেতাদের কলার ধরে কাজের হিসেব চাওয়া উচিত, মন্তব্য অমিত শাহের, ক্ষমা চাওয়ার দাবি অশোক গেহলটের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2018 08:44 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -