জয়পুর: হঠাৎ আকাশপথ পরিবর্তন করে গুজরাতে ঢুকে পড়ায় করাচি থেকে আসা জর্জিয়ার বিমানকে নামাল বায়ুসেনা।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার করাচি থেকে দিল্লির উদ্দেশে ওড়ে জর্জিয়ার ‘অ্যান্তোনভ এএন-১২’ বিমানটি। কিন্তু, মাঝ-আকাশে কোনও এক অজ্ঞাত কারণে নির্ধারিত রুট পাল্টে দুপুর সওয়া তিনটে নাগাদ তা উত্তর গুজরাতে একটি নির্জন জায়গা দিয়ে ভারতীয় আকাশসীমায় ঢোকে। সঙ্গে সঙ্গে তৎপর হয় বায়ুসেনা। রেডারে বিষয়টি নজরে আসতেই প্রথমে বায়ুসেনার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রেডিও-যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু, জর্জিয়ার বিমান থেকে কোনও উত্তর না আসায় সঙ্গে সঙ্গে ভারতীয় যুদ্ধবিমান উড়ে যায় ইন্টারসেপ্ট করতে।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৭ হাজার ফুট উচ্চতায় ছিল জর্জিয়ার বিমানটি। দেখতে পেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, জর্জিয়ার বিমানটি কোনও উত্তর দেয়নি। ফলে, বাধ্য হয়ে অজানা বিমানটিকে চ্যালেঞ্জ করে বায়ুসেনার ফাইটার জেট। মাঝ আকাশে চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়। তখন, জর্জিয়ার বিমানের তরফে যোগাযোগ করে জানানো হয়, সেটি বিলিসি থেকে উড়েছে। করাচি হয়ে সেটি দিল্লি আসছে।
বায়ুসেনার এক আধিকারিক জানান, যে জায়গা দিয়ে বিমানটি দেশের আকাশসীমায় প্রবেশ করেছে, বর্তমান ভারত ও পাকিস্তানের মধ্যে চলা ভৌগলিক-রাজনৈতিক কারণে তা বন্ধ। যে কারণে, আশঙ্কা বহুগুণ বেড়ে গিয়েছিল। নিরাপত্তার স্বার্থে, বিমানটিকে জয়পুরে বায়ুসেনার ঘাঁটিতে নামতে বাধ্য করা হয়। সেখানে পাইলটকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। জানতে চাওয়া হচ্ছে, কীভাবে রুট বদল হল? কেনই বা বায়ুসেনার তরফে প্রথমে যোগাযোগ করা হলে উত্তর দেওয়া হয়নি?
রুট বদলে করাচি থেকে গুজরাতে জর্জিয়ার বিমান, জয়পুরে নামাল বায়ুসেনা, পাইলটকে জিজ্ঞাসাবাদ
Web Desk, ABP Ananda
Updated at:
10 May 2019 07:00 PM (IST)
বায়ুসেনার এক আধিকারিক জানান, যে জায়গা দিয়ে বিমানটি দেশের আকাশসীমায় প্রবেশ করেছে, বর্তমান ভারত ও পাকিস্তানের মধ্যে চলা ভৌগলিক-রাজনৈতিক কারণে তা বন্ধ। যে কারণে, আশঙ্কা বহুগুণ বেড়ে গিয়েছিল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -