নয়াদিল্লি: ৭০ বছর ধরে জঞ্জাল জমেছে যমুনা নদীতে। সেটা মাত্র দু’দিনে পরিষ্কার করা সম্ভব নয়। এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


আজ এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২০১৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পরের ভোটের আগে যমুনা নদী পরিষ্কার হয়ে যাবে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে এই কাজের তদারকি করছি।’


এবারের ছটপুজোর আগে যমুনা নদীর দূষণ মাত্রা ছাড়ায়। যমুনা নদীতে সাদা ফেনা ভাসতে দেখা যায়। তার মধ্যেই পুণ্যস্নান করেন বহু মানুষ। যমুনার দূষণ নিয়ে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়েছে দিল্লির আম আদমি পার্টি সরকার। ভোটের সময় কেজরিওয়াল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে কথা উল্লেখ করে আক্রমণ শানাচ্ছে বিজেপি। এর জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২০১৫ সালের ভোটের সময় আমরা বলেছিলাম, পরের ভোটের আগে যমুনা পরিষ্কার হয়ে যাবে। ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে যাতে যমুনা নদীর জল স্নান করার উপযুক্ত হয়ে ওঠে, তার জন্য ৬ দফা পরিকল্পনা করা হয়েছে। আমি নিজে যমুনা নদীর জলে ডুব দেব। দিল্লির মানুষও যাতে যমুনা নদীর জলে ডুব দিতে পারেন, তার ব্যবস্থা করব।’


কেজরিওয়াল আরও বলেছেন, ‘এখন দিল্লিতে দিল্লিতে নিকাশি ব্যবস্থার সর্বোচ্চ পরিমাণ ৬৫০ এমজিডি, যা ৮৫০ এমজিডি-র মতো হওয়া উচিত। এর জন্য আমরা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করছি। প্রথমত, নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত, বর্তমানে যে প্ল্যান্টগুলি আছে, সেগুলির পরিসর বৃদ্ধি করা হচ্ছে। তৃতীয়ত, পুরনো প্ল্যান্টগুলির প্রযুক্তিতে বদল আনা হচ্ছে। এছাড়া যে অঞ্চলগুলিতে নিকাশি ব্যবস্থা রয়েছে, সেখানকার বাড়িগুলিতে সংযোগ দেওয়া হবে। এর আগে সাধারণ মানুষকেই নিকাশি সংযোগের ব্যবস্থা করতে হত। নিকাশি ব্যবস্থার ভোল বদলে দেওয়ার কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে কাজ চলছে। আমি নিজে কাজ পর্যবেক্ষণ করছি।’