পটনা:  বিহারের শহর বখতিয়ারপুরের নাম পরিবর্তনের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহ।  আফগান সেনানায়ক বখতিয়ার খিলজির নামেই এই এলাকার নামকরণ হয় বলে মনে করা হয়। খিলজি নয় শতাব্দী আগে এই এলাকায় অভিযান চালিয়ে দখল করেছিলেন। দিল্লির সুলতান কুতবুদ্দিন আইবকের নির্দেশেই তিনি অভিযান চালিয়েছিলেন।

পটনার সংলগ্ন এই বখতিয়ারপুরেই জন্ম বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। এখানেই শৈশব কেটেছিল তাঁর।

উল্লেখ্য, বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে নয়া নামকরণের একটা রেওয়াজ চালু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার এই ধারা অনুসরণ করেই বখতিয়ারপুরের নাম বদলের দাবি জানিয়েছেন গিরিরাজ। তাঁর এই দাবিকে অবশ্য পত্রপাঠ নাকচ করে দিয়েছে নীতীশের দল তথা রাজ্যে বিজেপির জোট শরিক জেডি-ইউ। একইসঙ্গে আরজেডি ও হিন্দুস্তানি আওয়াম মোর্চাও এই দাবির বিরোধিতা করেছে।

শুধু বখতিয়ারপুরই নয়, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোঘল সম্রাট আকবরের নামাঙ্কিত আকবরপুরের নাম বদলেরও দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

তবে তিনি এই জায়গাগুলির কোনও বিকল্প নামের প্রস্তাব দেননি।

গিরিরাজ বলেছেন, এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার জন্য  যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানাই। দুর্বল অবস্থায় কেউ যদি বাড়ি দখল করে নেয়, পরে শক্তি ফিরে পেয়ে তা পুনরায় দখল না করার কোনও কারণ নেই।এ দেশে বিহার সহ কয়েকশ জায়গা রয়েছে, যেগুলির নাম বদল করা প্রয়োজন।এমনই একটা জায়গা হল বখতিয়ারপুর।

বিজেপি নেতার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন জেডি-ইউ মুখপাত্র সঞ্জয় সিংহ। তিনি বলেছেন, গিরিরাজ সংবাদমাধ্যমে ভেসে থাকার জন্য এ ধরনের বিতর্কিত মন্তব্য করতে ভালোবাসেন।

সিংহ আরও বলেছেন, বখতিয়ারপুর সম্পর্কে এ ধরনের মন্তব্য করার আগে গিরিরাজের উচিত এই জায়গার ইতিহাস সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা।

গিরিরাজকে কটাক্ষ করে আরজেডি মুখপাত্র ভাই বীরেন্দ্র বলেছেন, তিনি কি তাঁর পিতা-মাতার নাম বদলাতে পারবেন। বীরেন্দ্র বলেছেন, গিরিরাজের মনে রাখা উচিত, এই দেশ রাম-রহিম উভয়েরই। মুঘল ও অনুপ্রবেশকারীদের নামে ভোটারদের মেরুকরণের এই প্রচেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি জিতন রাম মাঝি বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার সবদিক থেকে চূড়ান্তভাবে ব্যর্থ। তাই এ ধরনের প্ররোচণামূলক মন্তব্য করে ভোটারদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে।